খাগড়াছড়িতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
স্টাফ রিপাের্টার:: গণহত্যার বিচার বিতর্কিত কারিকুলাম বাতিল,শিক্ষাব্যবস্হা জাতীয়করণ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি তে।
শনিবার (১৭ আগস্ট ২০২৪) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চে এ মানববন্ধন করে জাতীয় শিক্ষক ফোরাম খাগড়াছড়ি জেলা শাখা।
জাতীয় শিক্ষক ফেরামের সহ-সভাপতি ও শিক্ষক নেতা মো. নুরুল আলম এর সভাপতিত্বে শিক্ষক ফোরাম সাধারন সম্পাদক হাফেজ মো. জাকির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আল আমিন,ইসলামী শ্রমিক আন্দোলনের খাগড়াছড়ি সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আরিফ,জাতীয় ওলামা মাশায়েক পরিষদের প্রশিক্ষক সম্পাদক মাওলানা মো. আশ্রাফ আলী,।
খুনের নির্দেশদাতাদের শাস্তির দাবী জানান এতে। সঠিক ভাবে রাষ্ট্র পরিচালনায় করলে সমর্থনের কথা জানিয়ে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে দেয়াসহ বিগত সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করেন।