মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) মেধাবৃত্তি-২০২৩ প্রাপ্ত কৃত্তি ছাত্র ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান এবং গুণীজন সংবর্ধনা উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে দীঘিনালা উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে অভিভাবক সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও মাইনী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ জেসমিন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ।
বক্তারা বলেন, শিক্ষকরা আলোকিত মানুষ গড়ার আদর্শ কারিগর। শিক্ষকদের কাজ করে অন্ধকার দুর করার, জাতীকে উন্নত শিখরে পৌঁছে দেয়া। বৈষম্য দুর করে দেশ জাতীকে আলোকিত করা।
শিক্ষার মূল উদ্দেশ্য পঞ্চম ইন্দ্রীয় জ্ঞানকে কাজে লগানো। দেশ জাতীর উন্নয়নে আজকের শিক্ষার্থীরা দেশের কান্ডারী হয়ে কাজ করবে। আলোচনা সভায় শেষ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) মেধাবৃত্তি-২০২৩ প্রাপ্ত কৃত্তি ছাত্র ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান এবং গুণীজন সংবর্ধনা দেয়া হয়।
এতে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো: মাইন উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত নারায়ণ ত্রিপুরা, সাবেক উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নলেন্দ্র লাল ত্রিপুরা, সাবেক উপজেলা চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপুলাক্ষ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা বক্তব্য রাখেন।