সব
facebook raytahost.com
শত্রুর আক্রোশে স্বপ্ন চূরমার উদ্যোক্তার | Protidiner Khagrachari

শত্রুর আক্রোশে স্বপ্ন চূরমার উদ্যোক্তার

শত্রুর আক্রোশে স্বপ্ন চূরমার উদ্যোক্তার

পাঁচ একর বাগানের পেঁপে মাল্টা পেয়ারার মিশ্র ফলন্ত গাছ সাবাড়

স্টাফ রিপাের্টার,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ের ব্যক্তি মালিকানাধীন পাঁচ একর বাগানের পেঁপে, মাল্টা, পেয়ারা, আম, জাম প্রভৃতি ফলের ফলন্ত গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। কঠোর পরিশ্রম ও প্রচুর অর্থ ব্যয়ে গড়ে তোলা বাগানের তিন সহ¯্রাধিক ফলন্ত গাছ কেটে দেওয়ায় উদ্যোক্তা মো. জসিম উদ্দিন এখন দিশেহারা।

শনিবার(২২ জুন ২০২৪) গভীর রাতে বাগানের পাহারাদারকে জিম্মি করে দুর্বৃত্তরা ধারালো দায়ের কোপে নির্বিচারে গাছগুলো কেটে দেয়। উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পাকলাপাড়া এলাকায় পাঁচ একর পাহাড়ি টিলা ভূমিতে গড়া জসিম উদ্দিনের ঐ ফলদবাগানে উন্নত জাতের পেঁপে, আম, জাম, পেয়ারা, মাল্টা, রাম্বুটান, আনারস প্রভৃতির গাছ রয়েছে। সবগুলো গাছেই ফল ধরেছে।

বাগান পাহারার জন্য জাফরুল্লাহ নামে একজন পাহারাদারও থাকেন বাগানে অবস্থিত একটি ঘরে। বাগানের মালিক ও উদ্যোক্তা জসিম উদ্দিন জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১০-১৫ জন দুর্বৃত্ত হানা দেয় তার বাগানে। এসময় কুকুরের ডাকে ঘুম থেকে জেগে ঘরের বাহিরে বের হলে মুখোশপড়া দুই দুর্বৃত্ত পাহারাদার জাফরুল্লাহকে ধারালো অস্ত্রেরমুখে জিম্মি করে ফেলে।

তারা প্রথমেই পাহারাদারের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। পরে প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে বাহির থেকে দরজা আটকিয়ে দেয়। তাকে আটকিয়ে রেখে দুর্বৃত্তরা বাগানের সবগুলো ফলের গাছ ধারালো দা দিয়ে এলোপাথারী কেটে সাবাড় করে দেয়।

জসিম বলেন, প্রায় রাত দেড়টা পর্যন্ত তারা তিন হাজারের বেশি ফলন্ত গাছ নির্বিচারে কাটে। এসব ফলের গাছের মধ্যে প্রায় আড়াই হাজার উন্নত জাতের ফলন্ত পেঁপে গাছ রয়েছে। খবর পেয়ে রবিবার সকালে বাগানে গিয়ে ফলন্তগাছগুলোর নিধনযজ্ঞ দেখে মাথা ঘুরে পড়ে যান তিনি। বাকরুদ্ধ হয়ে পড়েন।

তিনি জানান, ঐ পাঁচ একর জায়গার মধ্যে দুই একর তার ক্রয়করা আর অবশিষ্ট তিন একর পাঁচ বছরের জন্য লিজ নেওয়া। ২০২২ সালে বাগানটি গড়ে তোলেন। অনেক স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম, বহু অর্থ ব্যয় করে বাগানটি গড়ে তোলেন তিনি। কিন্তু শত্রæর দায়ের কোপে তার স্বপ্ন চূড়মার হয়ে গেছে।

তিনি অভিযোগ করেন, জায়গা কেনার পর থেকে স্থানীয় দুই অউপজাতীয় ব্যক্তি তাকে নানাভাবে উৎপীড়ন করছিল। প্রায় দেড় লক্ষ টাকার মত চাঁদাও দিতে হয় তাদেরকে। আরও চাঁদার জন্য ঈদের আগে থেকে বেশ চাপ দিচ্ছিল তারা। কিন্তু তিনি রাজী না হওয়ায় ঐ ব্যক্তিদ্বয় বড় ধরণের ক্ষতির হুমকী দিয়েছিল।

জসিম বলেন, ঈদের আগে এ হুমকী-ধমকীর বিষয় রামগড় থানার ওসিকে মৌখিকভাবে জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তিরাই চাঁদা না পেয়ে বাগানের গাছগুলো কেটে দিয়েছে। এ ব্যাপারে তিনি রবিবার রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন বলেন, অভিযোগ সরেজমিনে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র অবরোধ শুরু

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র অবরোধ শুরু

পাহাড়-জমি ধ্বংসের নিয়ন্ত্রকরা বহাল রাজনৈতিক পল্টিবাজীতে

পাহাড়-জমি ধ্বংসের নিয়ন্ত্রকরা বহাল রাজনৈতিক পল্টিবাজীতে

১০ম গ্রেডের দাবীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেডের দাবীতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

বজ্রপাতে প্রাণ গেলো পিকআপ চালকের

বজ্রপাতে প্রাণ গেলো পিকআপ চালকের

রামগড়ে অভিযানে ৩৫ বোতল মদ উদ্ধার

রামগড়ে অভিযানে ৩৫ বোতল মদ উদ্ধার

রামগড়ে ভারতীয় সামগ্রীসহ দুই পাঁচারকারী আটক

রামগড়ে ভারতীয় সামগ্রীসহ দুই পাঁচারকারী আটক

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com