স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গুদামসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডে ভেঙ্গে গেলাে স্থানীয় দোকানীদের স্বপ্ন।
ফায়ার সার্ভিসের একটি টিম ও স্থানীয়রা দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং ব্যবসায়ীরা।
দোকান মালিক সাদ্দাম হোসেন বলেন, ‘এখানে দরজা তৈরির কারখানা, বেশ কয়েকটি গুদাম, কাঠের ফার্নিচারের দোকান ছিল। শত্রুতার বশবর্তী হয়ে কেউ আগুন লাগিয়েছে।’
দরজা তৈরির কারখানার শ্রমিক মো. আকরাম বলেন, ‘কারখানায় অনেকগুলো মেশিন ছিল। তৈরি করা দরজা ছিল। সব মিলে কোটি টাকার ক্ষতি হয়েছে।’ সার-কীটনাশক গুদামের মালিক মো. হানিফ জানান, তার প্রায় ৫০ লাখ টাকা মালামাল ছিল। সব পুড়ে গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান জানান, আগুনের সূত্রপাত সম্বন্ধে এখনো জানা যায়নি।