স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির দিঘীনালায় অস্ত্রসহ ইউপিডিএফের এক সদস্য আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণকারী সশস্ত্র সদস্যের নাম বীরঞ্জন চাকমা (৪৬)।
সে পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নাবিদা পাড়া গ্রামের মৃত বৃক্ষ চন্দ্র চাকমার ছেলে বলে জানা যায়। সে নিজেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক সদস্য বলে জানায় বলে সূত্র জানায়।
আত্মসমর্পণকারী এ সময় নিরাপত্তা বাহিনীর কাছে ঐ অস্ত্রধারী যুবক একটি অটো ৩৩ রাইফেল ১টি, গুলি ৩১২ রাউন্ড, ম্যাগাজিন ১টি, পোচ ১টি, ওয়াকিটকি সেট ১টি, অতিরিক্ত ব্যাটারি ১টি, বাটন ফোন ১ জমা দেন।
বিস্তারিত আসছে…….