স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী)-এর উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকালে জোন সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি। প্রধান অতিথিরপার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনীর জিরো টলারেন্স। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার, গুজব এবং ফেক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। সড়ক দুর্ঘটনা রোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শিক্ষা সহায়তা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তা ও উপস্থিত ব্যক্তিবর্গ সভায় আমন্ত্রিত অতিথিরা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেন। এসময় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।
এতে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী,গুইমারা থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী, রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম এবং মানিকছড়ি থানার ওসি মোঃ মাসুদ পারভেজ অংশ নেন।
এছাড়াও সভায় দুই উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক, হেডম্যান-কারবারি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে জোন কমান্ডার সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন। তিনি আশ্বাস দেন যে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সব সময় পাশে থাকবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন