সব
facebook raytahost.com
বেগম জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল | Protidiner Khagrachari

বেগম জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

বেগম জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

সিনিয়র স্টাফ রিপাের্টার:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রিক সমাজ পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজ ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। তারা দেশনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিকভাবে মোনাজাত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সমাজ পরিচালনা কমিটির সভাপতি মো. খায়রুল বাশার, সহ-সভাপতি শাহজাহান মীর ও নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া গুইমারা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবদুল আলী, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. দুলাল আহাম্মদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তরব আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. তাজুল ইসলাম, বড়পিলাক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার আবুল হাশেমসহ স্থানীয় গণ্যমান্যরাও দোয়া মাহফিলে যোগ দেন।

বক্তারা বলেন, আজ গোটা জাতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে। দেশবাসী নেত্রীকে নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের জন্য যথোপযুক্ত দিকনির্দেশনা দিতে পারেন।

তারা আরও বলেন, এই দোয়া মাহফিল প্রমাণ করছে—নেত্রীর প্রতি মানুষের ভালোবাসা সীমাহীন; মানুষের হৃদয়ে তিনি জাতির অভিভাবক হিসেবেই জায়গা করে নিয়েছেন।মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, বড়পিলাক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন। এসময় দেশনেত্রীর পাশাপাশি দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে দেশে ফেরার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়াকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান স্থানীয় নেতারা। বক্তাদের ভাষায়—ওয়াদুদ ভূঁইয়া পরীক্ষিত নেতা, তার বিকল্প নেই।

আপনার মতামত লিখুন :

খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলা, ঐক্য সৌহার্দ্য শেখায়

খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলা, ঐক্য সৌহার্দ্য শেখায়

তাইন্দং এলাকায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

তাইন্দং এলাকায় জামায়াত প্রার্থীর গণসংযোগ

বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের

বেগম জিয়ার রোগমুক্তি কামনা যুবদলের

সিঁড়ি নির্মাণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

সিঁড়ি নির্মাণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

কৃষি ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় ক্যাম্প

কৃষি ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় ক্যাম্প

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com