প্রতিনিধি মহালছড়ি:: মহালছড়ি উপজেলায় মুড়াপাড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে মহালছড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উঠান বৈঠক। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকালে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মহালছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বশির আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন .উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন ও মোঃ জয়নাল আবেদীন (জনাব আলী), সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার মেম্বার,যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ ও মোঃ শহীদুল ইসলাম বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নরুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম সাকিব সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে উপস্থিত শতাধিক নারী-পুরুষ মনোযোগ সহকারে নেতাদের বক্তব্য শোনেন এবং অত্র এলাকার লোকজন তাদের আলোচনায় বলেন এর আগে কখনও কোন রাজনৈতিক দলের এ ধরনের বৈঠক আমাদের সাথে করেনি। তাদের অভিযোগ উপজেলার নিকটবর্তী মুড়া পাড়া গ্রাম হওয়া সত্তেও বিগত সরকার তাদের বিদ্যুৎ এর ব্যবস্থা করেনি।
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সকলের প্রিয় নেতা ওয়াদুদ ভুঁইয়া কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো। এবং কি আগামীতে খুব অল্প সময়ের মধ্যে অত্র মুড়া পাড়া এলাকায় বিদ্যুৎ এর ব্যবস্থা করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভুঁইয়াকে ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিএনপির প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন