স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে প্রায় ২৩টি দোকান। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারের আগুনের এই সূত্রপাত হয়। পরে সে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে।

মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানো কাজ শুরু। এ সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাসদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করে। আজ ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, ‘আগুন লাগার সময় বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে।

আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন