স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে মার্চ ফর জাস্টিস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করে। আইনজীবী ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এরপর ভাঙ্গাব্রিজ এলাকা হয়ে আবার আইনজীবী ভবনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা সরকার অবৈধ্য আইনকানুন দিয়ে এ দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। ফ্যাসিস্ট সকারের বিদায় এবং পতনের জন্য ৩১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৩১ জুলাই পরে মার্চ ফর জাস্টিস অনুষ্ঠানে দেশব্যাপী মানুষের মনে নতুন আশা তৈরি হয়েছে। নতুন করে মানুষের মনোবল সৃষ্টি হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমার সভাপত্বিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. করিম উল্লা সঞ্চালনায় বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট রিপল চাকমা।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, ভিক্টর ত্রিপুরা, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, এছাড়াও জেলা বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন