স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি বন বিভাগ দুটি প্রজাতির লাল বন মোরগ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বিকেলে আলুটিলার সংরক্ষিত বনাঞ্চলে মোরগ দুটি অবমুক্ত করেন।
সকালে বাজার এলাকায় টহলকালে বন বিভাগের একটি টিম দুটি বন্য মোরগ বিক্রির জন্য আনা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় বলে জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।
তিনি আরো জানান,এদিকে বিক্রেতা ভবিষ্যতে বন্যপ্রাণী শিকার বা বিক্রি না করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা চান। এ সময় বন বিভাগের উপস্থিতিতে মোরগ দুটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।প্রকৃতিতে প্রাণীদের বেঁচে থাকার অধিকার রয়েছে।
বন উজাড় এবং শিকারের কারণে এসব প্রাণী হারিয়ে যাচ্ছে। সচেতনতা তৈরি না হলে ভবিষ্যৎ প্রজন্ম এসব প্রাণী দেখতে পাবে না। বন উজাড় ও বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী শিকার থেকে বিরত থাকার আহ্বানে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে।