স্টাফ রিপাের্টার:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের সেচ বাঁধের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে বটতইল্লা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন,ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে মোক্তা মনি (৯) ও মো. ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। মোক্তা নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এবং জেসি বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা গোসল করতে গিয়ে এ ঘটনার শিকার হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে অন্যান্য শিশুদের সঙ্গে বাঁধের পানিতে নামলে হঠাৎ গভীর পানিতে পড়ে যায় দুইজন। খবর পেয়ে স্বজনেরা তাদের দ্রুত উদ্ধার করে ইদগড় মেডিকেল সেন্টারে ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।