সব
facebook raytahost.com
ভুল সিদ্ধান্ত নিলে পস্তাতে হতে পারে | Protidiner Khagrachari

ভুল সিদ্ধান্ত নিলে পস্তাতে হতে পারে

স্টাফ রিপোর্টার:: বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ব‌লে‌ছেন,খাগড়াছ‌ড়ি‌তে ধা‌নের শী‌ষের প্রতিদ্বন্দ্বী ইউ‌পি‌ডিএফ। দশ থে‌কে বিশ হাজা‌র ভো‌টের ব্যবধা‌নে এম‌পি নির্বা‌চিত হওয়ার সম্ভাবনা র‌য়ে‌ছে। আর য‌দি ভুল সিন্দা‌ন্তের কারণে মা‌টিরাঙ্গায় ২শত/৪শত ক‌রে ধা‌নের শী‌ষের ভোট ভা‌লোবাসার টা‌নে অন্যত্র দি‌য়ে নষ্ট হ‌লে ইউপিডিএফের কাছে হারের ঝুঁকি থাকবে। আর তা‌তে পরে পস্তাতে হতে পারে।

তাই ভোট ভাগাভাগি করে ইউপিডিএফকে জেতানোর পথ সুগম না করতে এবং পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান ওয়াদুদ ভুইয়া। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) রাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

আওয়ামী দু:শাস‌নাম‌লের অত্যাচার-নির্যাতন ও জেলা জুলুমের বিচার হ‌য়ে‌ছে মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন, আল্লাহ ছাড়‌দেয়,ছে‌ড়ে দেয়না। ফ্যাসিস্ট হাসিনার বিবাহবার্ষিকীর দিনই ট্রাইব্যুনাল হাসিনাসহ তার দোসরদের ফাঁসির আদেশের মধ্য দিয়ে ১৭ বছরের অত্যাচার-নির্যাতন ও জেলা জুলুমের বিচার হ‌য়ে‌ছে মন্তব্য ক‌রেন তি‌নি। রাজনীতি প্রতিশোধের জন্য নয় উ‌ল্লেখ ক‌রে ওয়াদুদ ভুইয়া ব‌লেন,আমরা প্রতিশোধ পরায়ন নয়। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই।

ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছে। কিন্তু আমরা প্রতি‌শোধ নি‌তে চাই না। তা‌রেক রহমানের নি‌র্দেশ সুস্থ,সুন্দর, উন্নত ধারার দে‌শের মত ক‌রে বাংলা‌দেশ‌কে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়‌তে হবে। বিগত সম‌য়ের উন্নয়‌নের কথা তু‌লে ধ‌রে তি‌নি ব‌লেন,২০০১-০৬ সা‌লে খাগড়াছড়ির বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়ন করেছি কিন্তু আওয়ামী লীগ আমার উন্নয়নের সিকি ভাগও করতে পারেনি।

মাটিরাঙ্গা টাউন হলের নির্মাণ আমি শুরু করেছিলাম, কিন্তু পূর্ববর্তী সরকার সেটি ধ্বংস করেছে। নির্বাচিত হলে টাউন হলের কাজ সম্পূর্ণ নির্মাণ করার আশ্বাস দেন ওয়াদুদ ভুইয়া।
মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন কোম্পানীর সভাপতিত্বে মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ইউচুপ চৌধুরী, নাছির আহাম্মদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আাবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামছুল হক, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সায়েম উদ্দিন খোন্দকার মুকুট,ব্যবসায়ী নেতা দেবাশীষ দত্ত আশিষ ও মো. ইসমাইল হোসেন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপ‌জেলা ও পে‌রৈ বিএন‌পি এবংবাজার প‌রিচালা ক‌মি‌টির নেতৃবৃন্দরা উপ‌স্থিত ছি‌লেন।

আপনার মতামত লিখুন :

ভুল সিদ্ধান্ত নিলে পস্তাতে হতে পারে

ভুল সিদ্ধান্ত নিলে পস্তাতে হতে পারে

মুড়াপাড়ায় বিএনপির উঠান বৈঠক

মুড়াপাড়ায় বিএনপির উঠান বৈঠক

বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল

বিএনপি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল

পাহাড়ে উন্নয়ন যাত্রা বিএনপির সময়ের অবদান

পাহাড়ে উন্নয়ন যাত্রা বিএনপির সময়ের অবদান

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও কর্মী সম্মেলন

ফ্রি-মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ

ফ্রি-মেডিকেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com