মাটিরাঙায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জামায়াত প্রার্থী করেছেন এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
আল-মামুন:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন ও শিক্ষক-কর্মচারী এবং ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ থেকে শুরু করে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়,মাটিরাঙ্গা মডেল হাইস্কুল, মাটিরাঙ্গা ইসলামিয়া সিনিয়র আলীম মাদ্রাসা, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজ, আলুটিলা বটতলী উচ্চ বিদ্যালয় ও খেদাছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি শিক্ষা প্রতিষ্ঠান খোঁজ খবর নেন। একই সাথে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় কালে এড. এয়াকুব আলী চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি- দুঃশাসন মুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার কাজ করতে সকলের সহযােগিতা এবং ভোট চান। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। এই দায়িত্ব বোধকে সামনে রেখে আগামী নির্বাচনে দুর্নীতি- দুঃশাসন মুক্ত আধুনিক খাগড়াছড়ি গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন এবং দোয়া কামনা করেন।
এ সময় প্রার্থীর সাথে সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা আমীর মাওলানা মো আঃ জলিল, উপজেলা সেক্রেটারী জামাল হোসেন, অফিস ও বাইতুল মাল সম্পাদক ইসমাইল হোসেন,মাটিরাঙ্গা পৌরসভা আমীর মো শামসুল হক, পৌর সেক্রেটারী আবু বকর ছিদ্দিক নোমান, অফিস ও বাইতুল মাল সম্পাদক আঃ রহিম প্রমূখ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন