সব
facebook raytahost.com
পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত | Protidiner Khagrachari

পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

পাঁচ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত

স্টাফ রিপাের্টার:: আজ মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর অবরোধ পর্যন্ত স্থগিত করেছে জুম্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাত ৮টার দিকে নিজস্ব ফেইস বুক পেইস থেকে এ ঘােষনা দেয় জুম্ম ছাত্র জনতা। তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের ৪র্থ দিনে শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি আগামী ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘােষনা দেয়ার কথা জানান জুম্ম ছাত্র জনতার মিডিয়া সেল।

ঘােষনায় আরো বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া জুম্ম কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করে তারা।

এতে আরো জানানো হয়, গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৫ খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আহুত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আমাদের ছয়জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দল প্রশাসনের নিকট ৮ দফা দাবিনামা উপস্থাপন করে, যা প্রশাসনের পক্ষ থেকে পূরণের আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি প্রশাসন জানিয়েছে, চলমান অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারাও তুলে নেওয়া হবে।

এছাড়া, গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার, ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তাই জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।

প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আমরা ঘোষণা করছি যে, আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১টা থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত অথবা পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত চলমান অবরোধ স্থগিত করে এবং প্রশাসনের কাছে উপস্থাপিত ৮ দফা যদি সময় মতো ও যথাযথভাবে পূরণ করা না হয়, তবে পুনরায় শান্তিপূর্ণ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে বলে এতে হুশিয়ারী জানান।

আপনার মতামত লিখুন :

সংঘাত জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত

সংঘাত জাতীয় নির্বাচন বানচালের চক্রান্ত

সহিংসতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

সহিংসতায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

পাহাড়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

ক্ষত-বিক্ষত চিহ্ন বয়ে বেড়োচ্ছে ঘটনাস্থল

গুইমারায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

গুইমারায় নিহত তিনজনের পরিচয় মিলেছে

পাহাড়কে অস্থিরতার চেষ্টা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

পাহাড়কে অস্থিরতার চেষ্টা হচ্ছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com