সব
facebook raytahost.com
খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান নিয়ে কর্মশালা | Protidiner Khagrachari

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান নিয়ে কর্মশালা

খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান নিয়ে কর্মশালা

আল-মামুন:: খাগড়াছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে গণমাধ্যমকর্মীদের জন্য পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম।

এ সময় সিভিল সার্জন মো. ছাবের জানান, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী ঠিকাদান ক্যাম্পেইন শুরু হবে। আগামী ১২ অক্টোবর থেকে নয় (৯) মাস হতে পনেরো (১৫) বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি / সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে ভ্যাকসিন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। এ জন্য সর্বসাধারণকে টিকাদান কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষত দুর্গম এলাকায় সঠিক তথ্য প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করা অত্যন্ত প্রয়োজন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে এবং শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষিত হবে।

খাগড়াছড়িতে ১ লক্ষ ৬৭ হাজার ৩শ ৬৭ জন টাইফয়েড জ্বরের টিকা পেতে চলেছে। তারমধ্যে স্কুল পর্যায়ে পাবে ১,২২,৬৮৬ জন এবং স্কুল বহির্ভূত ৪৪,৬৮১ জন শিশু ও কিশোরদের বিনা মূল্যে ইপিআই টিকা বিনা মূল্যে প্রদান করা হবে। নির্দিষ্ট বয়সী নয় (৯) মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু সকল শিক্ষার্থীদের ওয়েবসাইটে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে পারবে। পরে ওই কার্ড দেখিয়ে কেন্দ্র থেকে টিকার ডোজ গ্রহণ করতে পারবে।

এবং আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে পরবর্তীতে ০২ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে ক্লিনিক গুলোতে টাইফয়েড জ্বরের টিকা দেয়া হবে। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬৪ টি কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে ৯২৪ টি এবং ৯টি স্থায়ী কেন্দ্র সহ মোট ১৮৯৭ টি কেন্দ্রে ঠিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক (মাঠ প্রচার) মাসরিয়াত জাহান বর্ষা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুসসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ কর্মশালার আয়োজন করে খাগড়াছড়ি জেলা তথ্য অফিস । এতে সহযোগিতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), গ্যাভি (Gavi), ইউনিসেফ (UNICEF) সহ স্বাস্থ্য অধিদপ্তর।

আপনার মতামত লিখুন :

পাহাড়বাসীর মুখে হাসি ফোটালো সেনাপ্রধান

পাহাড়বাসীর মুখে হাসি ফোটালো সেনাপ্রধান

সেনাবাহিনীর চিকিৎসা ও ঔষধ বিতরণ

সেনাবাহিনীর চিকিৎসা ও ঔষধ বিতরণ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী

দীঘিনালায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন

দীঘিনালায় টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

দীঘিনালায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা

মেয়াদত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা

মেয়াদত্তীর্ণ ঔষধ রাখায় জরিমানা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com