তথ্য নিশ্চিত না হয়ে খবরে কমেন্ট শেয়ার না করার আহবান-জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম।
স্টাফ রিপোর্টার:: আসন্ন দুর্গাপূজা, প্রবারণা উৎসব,কঠিন চীবরদান ও বড়দিনের অনুষ্ঠানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে এবং মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, ইমাম, পুরোহিত, ভান্তে, রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, পাড়া প্রধান, মৌজা প্রধান, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থতিতে আয়োজিত সম্প্রীতি সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম বলেন, ব্যক্তি, পরিবার বা সমাজে মতভেদ থাকবে, কিন্তু মতবিরোধ রাখা যাবে না। এতে উভয়ের ক্ষতি।
সামাজিক মাধ্যম কিংবা লোকমুখে শোনা তথ্য নিশ্চিত না হয়ে কোথাও কমেন্ট বা মন্তব্য না করাই উত্তম। এতে সমাজে বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি হয় না। আসন্ন দুর্গাপূজা, প্রবারণা উৎসব,কঠিন চীবরদান ও আাগামী বড়দিনের উৎসবকে ঘিরে কেউ যাতে পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাই সচেতন থাকতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মো. আবদুর রাশেদ এর পরিচালনায় অনুষ্টিত ‘সম্প্রীতি’ সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম।
অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সহকারী পুলিশ সুপার ও মানিকছড়ি সার্কেল অমিত কুমার দাস, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠিত ‘সম্প্রীতি’ সভায় অতিথিদের পাশাপাশি আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উপজেলা আমির মো. মনিরুজ্জামান, নাগরিক পরিষদ প্রতিনিধি এস.এম জাহাঙ্গীর আলম।
এতে প্যানেল চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান, মানিকছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা নুরুল কবির, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের উপজেলা সভাপতি বাবুল দেওয়ানজী, রাঙ্গাপানি বৌদ্ধ বিহারের প্রতিনিধি শ্রীমৎ সারা ভিক্ষু, সাপমারা ব্যাপিস্ট চার্চের প্রতিনিধি শিমোন কুমার ত্রিপুরা, পাড়া প্রধান ক্যাজাই কার্বারী, মৌজা প্রধান কংহ্লা চৌধুরী প্রমূখ।