মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় রাতে অবৈধ ভাবে প্রাচারকালে আটককৃত ৩টি ময়মা পাখি ও ১টি টিয়া পাখি উদ্ধার করে হাজাছড়ি বন বিভাগ। সোমবার (১৪ জুলাই ২০২৫) দুপুরে এসব পাখি অবমুক্ত করা হয়।
হাজাছড়ি রেঞ্জ অফিসার মো সাজ্জাদ হোসেন জানান, গত রোববার রাতে দীঘিনালা মেরুং ইউনিয়ন এর চংড়াছড়ি এলাকার বাদল মিয়া নামে এক ব্যাক্তি বাড়ি থেকে তিনটি ময়না পাখি ও একটি পাখি খাঁচায় বন্ধি অবস্থায় উদ্ধার করা হয় এবং বাদল মিয়াকে আটক করা হয়েছে।
এসিল্যান্ড অতিরিক্ত দায়িত্ব সৈয়দ সাফকাত আলী, হাজাছড়ি রেঞ্জ অফিসার মো সাজ্জাদ হোসেন ও দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জাকারিয়া উপজেলার দীঘিনালা ভৈরফা এলাকায় গহিন বনে পাখিগুলো অবমুক্ত করেন।
অবমুক্তকালে এসিল্যান্ড সৈয়দ সাফকাত আলী বলেন, বন্য প্রাণী ধরে বিক্রি করা ও ঘরে পোষা বন্য প্রানি সংরক্ষন আইনে দন্ডনীয় অপরাধ। বাদল মিয়া অপরাধ শিকার করায় মুচলেকা নিয়ে দেওয়া হয়েছে। তবে কেহ যদি এধরনের কর্মকান্ড করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন