ছেলে নকল, মেয়ে নকল, নকল আরো পিতা
বিদ্যা নফল, বুদ্ধি নকল, নকল পরিক্ষা।
সাগর কলা নকল, ডাবের পানি নকল সবই বলে যাই ।
খাঁটি জিনিষ আছে কোথায় বের করেন চাই।
কথা নকল, কাজে নকল,
নকল চলাফেররা শিক্ষা নকল,
দীক্ষা নকল, নকল ছনের বেড়া।
পৃথিবীতে নকল নিয়ে সবাই বাস করে পরিনামে বুঝবে শেষে প্রভুর দরবারে।
:: কবিতা লেখক: মো: এরশাদ আলী,প্রধান শিক্ষক ভবানীচরণ’রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।