আল-মামুন:: খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল থেকে বেলুন উড়িয়ে র্যালী করে।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যায়ন অডিটরিয়ামে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ পাঠাগারের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: তফিকুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা,প্রশান্ত কুমার ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারি পরিচালক ওয়েন চাকমা এতে উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন,শিক্ষার প্রসারে গ্রন্থের প্রয়োজনীয়তা এবং গুরুত¦কে প্রধান্য দিয়ে এগিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানান। পরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ পাঠাগারের মধ্যে সনদ ও পুরস্কার তুলে দেন।