সৈয়দ এম এ বাসার ,পানছড়ি:: কারিতাস বাংলাদেশের বাস্তবায়নে ও জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৫ পরিবারের মাঝে ১ম ধাপে সহায়তা প্রকল্পের আওতায় নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, রিচার্জেবল সৌর বাতি ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৪) বিকেলে উপজেলার চেঙ্গী ইউপির পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে চেঙ্গী ইউপির চেয়ারম্যান আনন্দজয় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জসিম উদ্দিন।
আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর দয়ানন্দ ত্রিপুরা, HACE Officer জ্ঞানদর্শী চাকমা, কারিতাস বাংলাদেশ খাগড়াছড়ি জেলা টিম লিডার ডানিয়েল সহ অন্যান্যরা।
সহায়তা সামগ্রীর মোট ৪টি প্যাকেজের মধ্যে রয়েছে শর্তহীন নগদ অর্থ সহায়তা হিসেবে ৩ হাজার টাকা, ১টি ঢাকনাসহ বালতি (২০ লিটার), ১টি প্লাস্টিকের মগ, ২টি গোসলের সাবান, ২ প্যাকেট ডিটারজেন্ট পাউডার, ১ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন, ১০ প্যাকেট ওআরএস স্যালাইন, ১টি গামছা, ৪টি টুথব্রাশ, ১টি টুথপেস্ট, ১ বোতল নারিকেল তেল, ১টি নেইলকাটার, ১টি সংক্রামক জীবানুনাশক, ২০টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১টি রিচার্জেবল সৌর বাতি এবং ১৬ জন প্রতিবন্ধীদের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।