মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় বন্যায় কবলিত দূর্গত এলাকার লোকজনদের চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান সাহায়তা প্রদান করছে দীঘিনালা জোনের ৪বেংগলের দি বেবী টাইগার্স এর সেনাবাহিনী।
শুক্রবার (৩১ আগস্ট ২০২৪) সকাল ১০টায় উপজেলার দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয়ের বন্যার্তদূর্গত এলাকার বন্যার পানিতে সৃষ্ট মানুষের বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এমন ২শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ সহযোগীতা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ ই বেঙ্গল “দি বেবী টাইগার্স”।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন, ঢাকা থেকে আগত এ.কে.এম শাহরিয়ার করিব এমবিবিএস, এফসিপিএস, (মেডিসিন), বিশেষজ্ঞ, ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান মেডিসিন বিশেষজ্ঞ (এমডি), ডাঃ মো: ইব্রাহিম মেডিকেল অফিসার (এমডি) ও দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন রাকিব।
চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরন কার্যক্রম পরিদর্শন করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, উপজেলার বন্যার কবলিত এলাকায় মানুষের মাঝে ত্রান সহায়তা ও বন্যায় কবলিত মানুষের মাঝে পানি বাহিত নানা রোগের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এদিকে দীঘিনালা জোনের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২শতাধিক পরিবারের মাঝে উপজেলার বানছড়া আনন্দময় সরকারি প্রাথমিক বিদ্যালয়রে মাঠে শান্তিপুর,নারিকেল বাগান,আমতলী, হেডম্যান পাড়া এলাকার বন্যায় কবলিত লোকজনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৫ তম ব্যাচে প্রাক্তন ক্যাডেটরা।
এই সময় উপস্থিত থেকে ত্রান বিতরন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর নাজমুল হাসান রিজভী, জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এমএন মোমেন সিহাব,দীঘিনালা ইউনিয়ন চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা ও সাধারন সম্পাদক মো. আল আমিন।