বন্যা কবলিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ
স্টাফ রিপাের্টার,দীঘিনালা:: দীঘিনালায় বন্যায় কবলিত পরিবারের মাঝে জোনের পক্ষথেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট ২০২৪) সকালে দীঘিনালা জোনের পক্ষথেকে উপজেলার বন্যায় কবলিত পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন, দীঘিনালা জোনের কোয়াটার মাস্টার ক্যাপ্টেন মো: আবু রায়হান।
এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, মেরুং ইউপি ৮নং ওয়ার্ড সদস্য শান্তি প্রিয় চাকমা ও দীঘিনালা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: আল আমিন প্রমূখ।
এসময় মেরুং ইউনিয়ন বন্যায় কবলিত দেড়শতাধিক পরিবারকে ত্রান সামগ্রী প্রদান করা হয়। এসময় মনের মানুষ জয়ন্ত মোহন কার্বারী পাড়ার বন্যার পানিতে মৃত রুসা চাকমা পিতা পন্টু চাকমাকে দীঘিনালা জোনের পক্ষথেকে ১০হাজার টাকা আর্থিক অনুদান ত্রান সহায়তা প্রদান করা হয়।