মো: সোহেল রানা,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালায় ‘গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও মেটারনিটি ক্লিনিক’র ফেসবুক পেইজে নারী রোগীর আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগ নিউজ প্রকাশের পর অনুসন্ধানে দুইটি তদন্ত কমিটি করেছে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানাযায়, গত শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি প্রচার করায় সোস্যাল মিডিয়ায় তোলপার শুরু হয়। পরবর্তীতে একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচারের পর সোমবার (০৬ জানুয়ারি) আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
তদন্ত কমিটির সূত্রে জানাযায়, ‘খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের সাক্ষরিত তদন্ত কমিটিতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আর্থপেডিক বিভাগের কনসাল্টেন্ট ডা. সুভল জ্যোতি চাকমাকে প্রধান করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
এতে অন্যরা হলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা সদর হাসপাতালের এনেস্থিসিয়ালজিস্ট ডা. ইসমাইল হোসেন। এ কমিটিকে আগামী ০৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
অন্যদিকে, অধিকতর যাচাই করতে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার সাক্ষরিত তদন্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ত্রিলক চাকমাকে প্রধান করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে অন্যরা হলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তুজিম চাকমা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর প্রিয় মোহন দেওয়ান।
এ বিষয়ে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হয়েছে। অধিকতর খোঁজ নিয়ে যাচাই-বাছাই করতে তদন্ত কমিটি গঠন করে আগামী ০৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’