স্টাফ রিপাের্টার:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ১ম ধাপে নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। মঙ্গলবার (২৮ মে ২০২৪) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডি আই জি নুরে আলম মিনা।
মাটিরাঙ্গা উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা বেগম শপথ নেন। এতে চেয়ারম্যান পদে আবুল কাশেম ভুইয়া কৈ মাছ প্রতীক নিয়ে ১৯ হাজার ২শত ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০হাজার ৮শত ২১।
ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৯শত ৪১ভোট পেয়ে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন আলী হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জালাল মিয়া তালা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম ফুটবল প্রতীকে ১৯ হাজার ৩শত ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী মনোয়ারা বেগমহাস প্রতীকে পেয়েছেন ১০হাজার ৯০৭ভোট।
উল্লেখ্য, ১ম ধাপের গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মাটিরাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।