স্টাফ রিপাের্টার,মাটিরাঙা:: “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে। শনিবার (২ নভেম্বর ২০২৪) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি করে।
পরে উপজেলা প্রশাসন এবং সমবায় অধিদপ্তরের আয়োজনে অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
প্রধান অতিথি মনজুর আলম বলেন,পাহাড় একটি অপার সম্ভাবনাময় জায়গা। এখানে প্রচুর জায়গা রয়েছে রয়েছে। সম্মিলীত প্রচেষ্টায় সহজেই গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধিশালী করা সম্ভব। এতে সমবায়ের পক্ষ হতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খাঁনের সভাপতিত্বে এতে মাটিরাঙ্গা পৌর বিএনপি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো: শাহাজালাল কাজল, মুসলিমপাড়া বৃত্তহীন মহিলা সমবায় সমিতির সভাপতি শাহেনা আক্তার,সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী,স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন।
এছাড়া মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল,সহ সভাপতি মো: এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আবুল হাশেমসহ বিভিন্ন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ফ্রেন্ডস -২০০০ কর্মজীবি সমবায় সমিতির সম্পাদক মো. ফোরকান উদ্দিন সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। পরে নিজেদের ভাগ্যন্নোয়ন করতে বিভিন্ন খাতে ঋণ বিতরণ করা হয়।