সব
facebook raytahost.com
একাকিত্বে ভুগছেন মাহি ! | Protidiner Khagrachari

একাকিত্বে ভুগছেন মাহি !

একাকিত্বে ভুগছেন মাহি !

বিনোদন ডেস্ক:: সংসার ভাঙছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহির। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিওবার্তায় স্বামী রাকিব সরকারের সঙ্গে নিজের বিচ্ছেদের খবর জানান এই অভিনেত্রী। বিচ্ছেদের কারণ স্পষ্ট না করলেও মাহি জানিয়েছেন, ‘আমি আর রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলাম।

কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’মাহি বিচ্ছেদের ঘোষণা দিলেও পুরো ঘটনায় নীরব ভূমিকায় ছিলেন স্বামী রাকিব সরকার। এর মধ্যে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে স্ত্রী মাহি ও সন্তান ফারিশের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি।

যেখানে মাহিকে পাশে নিয়ে সন্তানকে কাঁধে তুলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রাকিবকে। ছবিটি প্রকাশ করে ভালোবাসার ইমোজি দিয়ে অভিনেত্রীর স্বামী লিখেছেন, ‘তোমাতেই ডুবে থাকি।’ এর একদিন পরেই ফেসবুকে এক স্ট্যাটাসে একাকিত্বে ভোগার কথা জানান মাহি। তিনি লেখেন, ‘একা একা লাগে’।

ওই স্ট্যাটাসে তিন শব্দের বেশি কিছু লেখেননি অভিনেত্রী। এর মধ্যেই ভক্তদের জানালেন নিজের একাকিত্বে ভোগার কথা। মাহির স্ট্যাটাসে শুভাকাঙ্খীরাও বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ পরামর্শ দিয়েছেন, ধৈর্য্য ধরতে। আল্লাহকে ডাকতে, নামাজ পড়তে।

অন্যদিকে রাকিব সরকারের পোস্টেও শুভাকাঙ্খীরা এই তারকা দম্পতিকে সব ভুলে মিলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাদেরকে আবারও একসঙ্গে হাশিখুশি দেখতে চেয়েছেন। যদিও ভক্ত-শুভাকাঙ্খীদের কোনো মন্তব্যেরই জবাব দেননি এই দম্পতি। বিচ্ছেদের খবরে শুরু থেকেই যেমন নীরব থেকেছেন, ফেসবুক স্ট্যাটাসেও সেই একই ভূমিকাই পালন করে গেলেন।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। দু’জনেরই ছিল এটি দ্বিতীয় বিয়ে। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। যার নাম ফারিশ সরকার।

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
‘অমানুষ হলো মানুষ’ মুক্তি পেল

‘অমানুষ হলো মানুষ’ মুক্তি পেল

অভিনেত্রীরা রাজনীতি বোঝেন না: তাপসী

অভিনেত্রীরা রাজনীতি বোঝেন না: তাপসী

সিনেমা থেকে ফেরদৌস বাদ কেন!

সিনেমা থেকে ফেরদৌস বাদ কেন!

এক বছরের মাথায় ভাঙলো সংসার!

এক বছরের মাথায় ভাঙলো সংসার!

১০০ মিলিয়নে পরী

১০০ মিলিয়নে পরী

আবার বিয়ে করছেন বাংলার কিং খান!

আবার বিয়ে করছেন বাংলার কিং খান!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com