নীরব চৌধুরী বিটন:: নানান আয়োজনে খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থগার দিবস পালন করা হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। সোমবার (৫ ফেব্রুয়ারী ২০২৪) সকাল ১১টায় পার্বত্য জেলা প্ররিষদ ও জেলা সরকারি গণগ্রন্থগারের আয়োজনে খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়ামে এ দিবস উদযাপন করা হয়।
তার আগে সকালে জেলা সরকারি গণগ্রন্থগারের সামনে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বেলুন উড়িয়ে বর্ণিল অনুষ্ঠান শুরু করেন।প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়ার অভ্যাস করতে হবে। শিক্ষক অভিভাবককে সচেতন হতে হবে। প্রতিযোগীতা না গিয়ে বই পড়ার সঠিক অভ্যাস করতে হবে। বই পড়ার কোন বিকল্প নেই।
লাইব্রেরি কর্মকর্তা ভ্রাম্যমাণ লাইব্রেরি আজিম উদ্দিন এর সঞ্চালনায় পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসার সভাপতিত্ব বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সহকারি পুলিশ সুপার রায়হান,পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের (অবঃ) সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুমেধ চাকমা, জেলা সরকারি গণগ্রন্থগার লাইব্রেরিয়ান ওয়েন চাকমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যজরি মারমা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি পাঠাগারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানের শেষে জেলা সরকারি গণগ্রন্থগার কর্তৃক বেসরকারি ৩টি শ্রেষ্ঠ পাঠাগারকে পুরস্কার দেওয়া হয়। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।