স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির সিনিয়র ও প্রবীন সাংবাদিক নুরুল আলম এর ভাইয়ের মেয়ে রাঙামাটির স্থানীয় বাসিন্দা মোছাম্মদ রোকেয়া বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
অসুস্থতা জড়িত কারনে মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) বিকেলে তিনি রাঙামাটির তবলছড়ি পর্যটন এলাকার নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি রাঙামাটির তবলছড়ি পর্যটন এলাকার বাসিন্দা মৃত নুরুল হকের চতুর্থ মেয়ে এবং মরহুম শামসুল ইসলাম এর স্ত্রী।
পারিবারীক সূত্র জানায়, পারিবারিক জীবনের ৪ বোন এক ভাই এর মধ্যে ৪র্থ। মঙ্গলবার রাত ৯টায় তবলছড়ি পর্যটন জামে মসজিদে নামাজে যানাজা শেষে রাঙ্গামাটি কেন্দ্রীয় কবর স্থানে মরহুমাকে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন