স্টাফ রিপাের্টার:: ভারতের কাশ্মীরের পর্যটন স্পট ডাল লেকের হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নির্মমভাবে নিহত তিন বাংলাদেশী পর্যটকের মধ্যে রাঙ্গামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল রয়েছেন। এই ঘটনায় নিহত অপর দুজনও অনিন্দ্য কৌশলের সফরসঙ্গী বলেও জানা গেছে।
তারা হলেন, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশ ও চট্টগ্রামের বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ মাইনুদ্দিন। রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লেলিন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
অত্যন্ত প্রাণবন্ত স্বজ্জন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। ৩০তম বিসিএসের এই কর্মকর্তা ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই সন্তানের (এক ছেলে ও এক মেয়ে) জনক।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন