স্টাফ রিপোর্টার,বান্দরবান:: পাহাড়ের শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে বান্দারবানে ৬৯৫ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ক্ষৃদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে বুধবার (১ নভেম্বর) এ শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুনর রশিদ, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক নুরুল ইসলাম,বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলমসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জেলার সাত উপজেলার স্থায়ী বাসিন্দা বিভিন্ন কলেজে অধ্যায়নরত ২৬৫ জন শিক্ষার্থীকে সাত হাজার টাকা করে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৪৩০ জনকে ১০ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৫৫ হাজার টাকা দেয়া হয়।