স্টাফ রিপাের্টার:: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম লংথিয়ান পাড়ায় দুজন পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।
সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবি বাঘাইহাট সদরে এসব আর্থিক সহায়তা প্রদান করেন বাঘাইহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আব্দুল আউয়াল ।
চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা গ্রহন করেন সাজেকের দূর্গম লংথিয়ান এলাকার বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা ও জামপাড়ার বিকাশ ত্রিপুরার স্ত্রী। বিজিবি জানায় সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন