গুইমারায় ডাকসু ভিপি সাদেক কায়েম।
স্টাফ রিপাের্টার:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদেক কায়েম তাঁর নিজ জেলা খাগড়াছড়িতে সফরের পথে গুইমারা উপজেলায় এক সংক্ষিপ্ত পথসভায় অংশ নিয়েছেন। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) খাগড়াছড়িতে আসার পথে গুইমারাতে পথসভাটি অনুষ্ঠিত হয়।
গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ ভিপি সাদেক কায়েমকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, “আমি আপনাদের পাহাড়ের সন্তান, শিক্ষাসহ যেকোনো ক্ষেত্রে সমস্যায় আমি আপনাদের পাশে থাকব।
“তিনি আরও বলেন, জুলাই যুদ্ধে এ অঞ্চলের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই জুলাই আন্দোলনের শহীদদের রক্তে গড়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সৎ মানুষদের নির্বাচিত করার আহ্বান জানান। ডাকসু ভিপি সাদেক কায়েমের খাগড়াছড়িতে আগমন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত মোটরসাইকেল নিয়ে এসে তাঁকে স্বাগত জানাতে দেখা যায়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন