স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক জাহেদুল আলমের সহধর্মীনি (স্ত্রী) শাহেদা নাসরিন (৫৬) আর নেই। (ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাইহে রাজিউন)।
আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুর ১টা ১৮ মিনিটে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র রফিকুল আলম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার এর বড় ভাইয়ের স্ত্রী।
মৃত্যুর পর মরহুমার প্রথম নামাজের যানাজা বাদ আছর চট্টগ্রাম অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টা ২০ মিনিটে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দ্বিতীয় যানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্থরের মানুষ অংশ নেয়। পরে খাগড়াছড়ির কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার দাপন সম্পন্ন করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন