প্রতিনিধি পানছড়ি:: দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের আগুন, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেলে পানছড়ি উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের আহ্বায়ক মোঃ আফসার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কয়ার এসে প্রতিবাদ সমাবেশে করে।
যুবদলের আহ্বায়ক মোঃ আফসার সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম কোম্পানি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বেলাল হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহরম আলী।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের শান্তিপ্রিয় জনগণের উপর নির্যাতন চালাচ্ছে। এর বিরুদ্ধে যুবদলসহ বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন