প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি জেলা বিএনপি। বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমএন আবছার। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে সিনিয়র নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে বিএনপি মানবিক সহায়তা অব্যাহত রাখবে। দলীয় নেতারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন