স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মহালছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে আজ বুধবার (১২ নভম্বের ২০২৫) সকালে ঘন্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে।

আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ২৩ দোকান পুড়ে যাওয়ায় কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন। অথচ মহালছড়িতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডের সময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
বক্তারা অবিলম্বে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি জানান । এতে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেনসহ ছাত্রদল,যুবদলসহ দলীয় নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষ বক্তব্য রাখেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন