প্রেস বিজ্ঞপ্তি:: সাবেক রামগড় উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম ফরহাদ গতকাল রাত আনুমানিক ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন ও জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান। এক যৌথ শোকবার্তায় তারা বলেন—“আমরা মরহুম শহিদুল ইসলাম ফরহাদের ইন্তেকালে গভীরভাবে শোকাহত।
আল্লাহ তাআলা যেন তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার প্রচার বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন