সব
facebook raytahost.com
ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত | Protidiner Khagrachari

ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

মো.এনামুল হক:: খাগড়াছ‌ড়িরা মাটিনাঙ্গায় উচ্চ ফলনশীল ধানের নতুন জাত ব্রি ধান-১০৩ এর সফল ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকালের দিকে ৫নং পৌর ওয়ার্ড মা‌টিরাঙ্গার চড়পাড়া ব্লকে এ দিব‌স পালন করা হয়।

‘স্থান ভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণার উন্নয়ন (এলএসএসটিডি) প্রকল্পের অর্থায়নে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন ক‌রে। এ‌তে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী।

​​মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত ​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রা‌খেন মাটিরাঙ্গা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা।

খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমান শাওননের সঞ্চালনায় এ‌তে বিশেষ অতিথি ছি‌লেন, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার, এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা। অনুষ্ঠানে বক্তারা ​ব্রি ধান -১০৩ এর ফলন ও বৈশিষ্ট্য উপযোগী এই নতুন জাতের ধানের ফলন ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​ব্রি ধান-১০৩ এর গড় ফলন প্রতি হেক্টরে ৬.২ মেট্রিক টন। তবে উপযুক্ত পরিচর্যা পেলে এটি হেক্টর প্রতি ৭.৯৮ মেট্রিক টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। কৃষকের প্রদর্শনী প্লটে হেক্টর প্রতি ৫.৭৮ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। তবে ভাল ফলন হলে তা বেড়ে ৬.০২ মেট্রিক টন হতে পারে।

ধানটির গড় জীবনকাল প্রায় ১৩০ দিন (১২৮-১৩৩ দিন)। স্বল্প মেয়াদি হওয়ায় এর পর রবিশস্য চাষ করা সহজ। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কম। দানা লম্বা ও চিকন, রপ্তানিযোগ্য মানের। কান্ড শক্ত ও প্রশস্ত, গাছ হেলে পড়ে না। ১০০০টি ধানের ওজন প্রায় ২৩.৭ গ্রাম।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর খাগড়াছড়ি আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন,“ব্রি ধান-১০৩ হচ্ছে উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদি একটি জাত, যা পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগী।

এ জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম, দানাগুলো লম্বা ও চিকন, যা রপ্তানিযোগ্য মানের। স্বল্প সময়ে বেশি ফলন পাওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক হবে। আমরা আশা করি, এই জাতটি মাটিরাঙ্গা ও পার্বত্য খাগড়াছড়ি অঞ্চলে ধান উৎপাদনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।”

তিনি আরও বলেন, “এলএসএসটিডি প্রকল্পের মাধ্যমে স্থানভিত্তিক ধানের জাত উন্নয়ন করে কৃষকদের জীবনমান উন্নয়নের কাজ করছে ব্রি। মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা ও আগ্রহই এই সাফল্যের মূল ভিত্তি।” ​মাঠ দিবসে অতিথিরা আনুষ্ঠানিকভাবে ফসল কর্তন উদ্বোধন করেন এবং ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিজ্ঞানীরা কৃষকদের এই উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাতটি চাষ করার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেন। এসময় উপস্থিত কৃষক-কৃষাণীরা এই ধানের বীজ সংরক্ষণ এবং আগামী আমন মওসুমে এই ধান আরোও ব্যাপকভাবে চাষ করার আগ্রহ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

ব্রি ধান১০৩ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত

দুম্বার গোস্ত বিতরণ

দুম্বার গোস্ত বিতরণ

মা‌টিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযা‌পন

মা‌টিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস উদযা‌পন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মাটিরাঙ্গা জোনে মা‌সিক নিরাপত্তা সমন্বয় সভা

মাটিরাঙ্গা জোনে মা‌সিক নিরাপত্তা সমন্বয় সভা

বৈষম্যের স্বীকার হচ্ছে খুচরা সার বিক্রেতারা

বৈষম্যের স্বীকার হচ্ছে খুচরা সার বিক্রেতারা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com