মো: এনামুল হক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুম্বার গোস্ত বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) দুপুরের দিকে পরিষদ প্রাঙ্গনে সৌদি আরব সরকারের প্রেরিত উপহারের মাংস মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান।
উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে দুম্বার মাংস বিতরণ কালে মাহমুদুর রহমান বলেন “সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার দুঃস্থ ও এতিমদের।
সেই লক্ষে উপজেলার ২৩ টি মাদ্রাসা ও এতিমখানায় আনুপাতিক হারে ১৯ কার্টুন দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। প্রকৃত হকদার হাতে যেন সঠিকভাবে পৌঁছে সে লক্ষে তা নিজ হাতে বন্টন করেছেন বলে জানান তিনি।
এসময় মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, উপ-সহকারি প্রকৌশলী মো.রুহুল আমিনসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন