আল-মামুন:: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সভাপতি ও খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার ইউনুসকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (পাজেপ) সদস্য সাথোয়াই প্রু চৌধুরী কর্তৃক অশোভন আচরণ ও হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। মঙ্গলবার (২১-১০-২৫) রাতে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শাহরিয়ার ইউনুস খাগড়াছড়ি জেলায় বহু বছর ধরে তথ্য নির্ভর ভাবে সুনামের সাথে পেশাদারীত্ব বজায় রেখে সাংবাদিকতা করে আসছেন। পার্বত্য জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহ করায় জেলার সিনিয়র সাংবাদিক শাহরিয়ার ইউনুস’কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশোভনমূলক পোষ্ট করার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যা (২১ অক্টোবর, ২০২৫খ্রি.) পাজেপ সদস্য সাথোয়াই প্রু চৌধুরীর মুঠোফোনে কল করেন।

এ সময় সাথোয়াই প্রু চৌধুরী ক্ষিপ্ত হয়ে শাহরিয়ার ইউনুসের সাথে অশোভন আচরণ করেন এবং একপর্যায়ে দেখে নেওয়ার হুমকিও দেন। এ ঘটনার পরপরই খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে (কেইউজে) এক জরুরী সভা থেকে পাজেপ সদস্য সাথোয়াই প্রু চৌধুরীর এহেন আচরণে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্যরা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
পাশাপাশি খাগড়াছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক এইচ এম প্রফুল্ল-সহ বিভিন্ন সময়ে পেশাজীবী সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ট্যাগিং, হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করে হেয় প্রতিপন্ন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন