মো: এনামুল হক,স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান’র সাথে মতবিনিময় করেছে মাটিরাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দেরা।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই মতবিনিময়।
এতে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল,সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল ও মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভূইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, অর্থ সম্পাদক ছোটন চৌধুরী, প্রচার সম্পাদক কমল কৃষ্ণ দে,সদস্য আবু রাসেল সুমন এবং সদস্য মো. নুরনবী @ অন্তর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশাসন ও সাংবাদিকরা পরিপূরক উল্লেখ করে, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন,সাংবাদিকরা তাদের লেখনীর আছড়ে সমাজের ইতিবাচক ও অসঙ্গতি তুলে ধরে। ন্যায় ,গঠনমূলক ও ইতিবাচক সংবাদের মাধ্যমে দিয়ে মাটিরাঙ্গার উন্নয়ন ও সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করে আগামীর পথে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালের নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহম্মেদ উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন