খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন,কর্মবিরতি।
স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান, সাংবাদিকদের ওপর হামলা,দায়িত্ব পালনকালে প্রতিবন্ধকতা তৈরি, প্রাণনাশের হুমকি ও সাইবার বুলিংয়ের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে জেলায় কমর্রত সাংবাদিকরা।
বুধবার (৮ অক্টোর) সকালে জেলার শাপলা চত্বর এলাকায় খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সকল উপজেলার পেশাজীবি সাংবাদিকদের অংশ গ্রহনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্য,সহ-সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুছ প্রমুখ।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবি জানিয়ে বক্তারা বলেন,পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, সাইবার বুলিং ও নির্যাতনের শিকার হচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছেনা। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনা না হলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলে হুশিয়ারী জানান বক্তারা।
মানববন্ধন শেষে একই দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী কর্ম বিরতি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।



খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন,কর্মবিরতি।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন