প্রেস বিজ্ঞপ্তি:: জামায়াতের এমপি প্রার্থীর ফেস্টুন ছিঁড়ে এবং বিকৃত করে প্রচারণায় নগ্ন হস্তক্ষেপ করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ ও সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা প্রচার বিভাগীয় সেক্রেটারি এক প্রেস বার্তায় এ তথ্য জানান। এতে জানানো হয়, ২৯৮ নং আসন খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র মনোনীত এমপি প্রার্থীর প্রচারণার অংশ হিসেবে খাগড়াছড়ি সদর উপজেলার প্রধান সড়ক ডিভাইডারে জামায়াতের এমপি প্রার্থীর ফেস্টুন সাঁটানো হয়।

কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত ২৫ আগস্ট ২০২৫ কতিপয় দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে জামায়াতের এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর ফেস্টুন ছিঁড়ে ফেলেছে এবং বিভিন্নভাবে বিকৃত করেছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।

আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি- সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে যথাযথ নিরাপত্তা ও আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাস করে এবং খাগড়াছড়িতে প্রত্যেক রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন