সাংবাদিক এইচ এম প্রফুল্লকে হত্যা চেষ্টার অভিযোগে ।
স্টাফ রিপাের্টার:: সাংবাদিক এইচ এম প্রফুল্লকে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ১২৭ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে সাংবাদিক এইচ এম প্রফুল্ল মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. আফছার হোসেন রনি। সাংবাদিক এইচ এম প্রফুল্ল খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি।
দায়েরকৃত মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এমএফ রাব্বি, মোহাম্মদ মেহেদীন হাসান, রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১২০ জনসহ মোট ১২৭ জনকে আসামী করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার হামলার সংবাদ সংগ্রহের সময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলায় চালায়। বাংলাভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। সাংবাদিক এইচ এম প্রফুল্ল মারাত্মক হয়।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর সাংবাদিক এইচ এম প্রফুল্ল আওয়ামী লীগের শাসনামলের নানা সন্ত্রাস,দুর্নীতি-অনিয়মের সংবাদ ধারাবাহিকভাবে প্রকাশ করায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীরা একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে মানহানিকর পোস্ট দিয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে।



সাংবাদিক এইচ এম প্রফুল্লকে হত্যা চেষ্টার অভিযোগে ।
অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন