মারমা সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় সভা।
আল-মামুন:: মারমা সম্প্রদায়ের বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা। শনিবার (২৩ আগস্ট ২০২৫) অরুনিমা কমিউনিটি সেন্টারে সংগঠনটির উদ্যোগে এই আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী,খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান এবং মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে মর্যাদা লাভ করবে এটিই বাংলাদেশ জামায়াতে ইসলামী চায়।

মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সততা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার প্রত্যয় ঘোষণা করেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন