সব
facebook raytahost.com
বাঘাইছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা | Protidiner Khagrachari

বাঘাইছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

বাঘাইছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপাের্ট:: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কাটার ঘটনায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমার বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) রাতে পাহাড় কাটার ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তরের রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মো. মুমিনুল ইসলাম।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড়ের প্রায় ৬০ হাজার বর্গফুট জায়গা কাটা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য মতে জানা যায়, পাহাড়টির মালিক বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা। তার তদারকিতে পাহাড়টি কাটা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়পত্র গ্রহণ ছাড়াই টিলা/পাহাড় কর্তনের ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬ (খ) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামি সুদর্শন চাকমা বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের রূপকারী গ্রামের মৃত পূর্ণলাল চাকমার ছেলে। সুদর্শন চাকমা দুই দফায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্দেশনার ভিত্তিতে জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি থানা থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণ-পশ্চিমে পাহাড়টি সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, পাহাড়ের প্রায় ৬০ হাজার বর্গফুট জায়গা কাটা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য মতে জানা যায়, পাহাড়টির মালিক বাঘাইছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুদর্শন চাকমা। তার তদারকিতে পাহাড়টি কাটা হয়েছে।

এজাহারে আরো বলা হয়, পাহাড়টি কাটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র গ্রহণ করা হয়নি। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারা লঙ্ঘনের অপরাধে দণ্ডের ধারা ১৫ (১) মোতাবেক দণ্ডনীয় অপরাধ করায় আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু করার অনুরোধ করা হলো।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিরেকে টিলা অথবা পাহাড় কর্তন অপরাধে পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে। পরিবেশ অধিদপ্তর নিজেরাই মামলার তদন্ত করবে।

সূত্র: বণিক বার্তা। 

আপনার মতামত লিখুন :

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

নির্বাচন নিয়ে বিজিবির জনসচেতনতা সভা

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

দুর্গম পাহাড়ে ৫৪ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

নির্বাচন নিয়ে জনসচেতনতা কার্যক্রম

নির্বাচন নিয়ে জনসচেতনতা কার্যক্রম

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

অসুস্থ পর্যটকের চিকিৎসায় পাশে দাঁড়ালো বিজিবি

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢেউটিন সেলাই মেশিনসহ অর্থ সহায়তা

ঢেউটিন সেলাই মেশিনসহ অর্থ সহায়তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com