গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা।
স্টাফ রিপাের্টার:: পাহাড়ের মানুষের ভাগ্যন্নয়নে সুষম বন্টন গুরুত্বপূর্ণ মন্তব্য করে সাংবাদিক নেতারা বলেছেন, পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নসহ প্রতিটি সেক্টরে সামগ্রী উন্নয়নে কাজ করে যাচ্ছে গণমাধ্যম কর্মীরা। তাই প্রতিটি উন্নয়ন কাজের ক্ষেত্রে সাংবাদিকদের উপস্থিতি এবং সংশ্লিষ্টতার অপরিহার্য।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে পরিষদ হলরুমে ’গণমাধ্যম কর্মীদের সাথে খাগড়াছড়ি পার্বত্য জেলার উন্নয়ন ভাবনা বিষয়ক মতবিনিময় সভা’য় খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন নেতারা এসব কথা বলেন। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর (অস্থায়ী) চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন,পরিবর্তিত জেলা পরিষদে পরিবর্তন চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে আমরা এখানে বসতে পেরেছি। এখানে কোন বৈষম্য অনিয়ম-দুর্নীতি থাকবে না।
খাগড়াছড়ি জেলার প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করা জেলা পরিষদের দায়িত্ব উল্লেখ করে তিনি আরো বলেন,আগামী বাজেটে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ ও প্রান্তিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বাগান তৈরীর উপকরণ,হাঁস মুরগী পালন,রাস্তা ঘাট তৈরী ও বাজার জাত করার ব্যবস্থা করে দেয়া হবে। এ সময়ে জেলার দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় খাগড়াছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুন ভাট্টাচর্য,সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সাংবাদিক জয়ন্তি দেওয়ান,নুরুচ্ছাফা মানিক,সমির মল্লিক, প্রদীপ চৌধুরী ও জেলা পরিষদ সদস্য আব্দুল লতিফ,প্রশান্ত ত্রিপুরা প্রমুখ। এতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও এতে উপজেলার ৯টি উপজেলা থেকে আসা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, গুইমারা প্রেসক্লাব সভাপতি আবদুল আলী,লক্ষীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন,পানছড়ি প্রেসক্লাব সভাপতি মাইনুল ইসলাম মাহিম,মহালছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,দীঘিনালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন মিয়া। সাংবাদিকরা এতে তাদের বক্তব্যে নিজ নিজ এলাকার উন্নয়নে কথা তুলে ধরে শিক্ষা স্বাস্থ্য,যোগাযোগ, কৃষিসহ নানা বিষয় তুলে ধরে তা নিরসনে দাবি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন