স্টাফ রিপাের্টার,রাঙ্গামাটি:: রাঙ্গামাটিতে কাঠবাহী ট্রাকে সশস্ত্র হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সোয়া নয়টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সশস্ত্র সন্ত্রাসীদের গুলি লাগে ট্রাক চালক ছৈয়দ আলমের বাম পায়ে। ট্রাকের সামনের দুই চাকা গুলিতে ফেটে যায়।
ট্রাকে থাকা কাঠের চালানদার জাকির হোসেন জানিয়েছেন, ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে দেপ্পোছড়ি এলাকায় আসলে রাস্তার ডান পাশের জঙ্গল থেকে ব্রাশ ফায়ার করা হয়। এতে ট্রাকের দুই চাকা ফেটে যায় এবং গাড়ির বডি ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। চালককে নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চলে আসি। জানা গেছে আহত চালক ছৈয়দের বাড়ি রাঙ্গুনিয়ার রানীরহাটের ঠান্ডাছড়িতে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ডা. শওকত আকবর জানিয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি এখন আশঙ্কামুক্ত। এদিকে, এ ঘটনায় বেলা এগারোটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ট্রাক চালকরা।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন জানিয়েছেন, ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।