স্টাফ রিপাের্টার:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাঘাইছড়ি প্রেস ক্লাবের ৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজয় টিভি উপজেলা প্রতিনিধি আব্দুল মাবুদ, দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বেতার ও সময়ের কণ্ঠস্বর উপজেলা প্রতিনিধি মোঃ মহিউদ্দিন কোষাধ্যক্ষ দায়িত্ব পেয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে আছেন দৈনিক কর্ণফুলী উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সহ- সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ ইব্রাহিম এবং ৭১ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন, আর টিভি প্রতিনিধি মাহমুদুল হাসান সোহাগ, সবুজ পাতার দেশ অনলাইন প্রতিনিধি ইমরান হোসেন জুমানকে সদস্য করা হয়েছে।
নব কমিটির সভাপতি আব্দুল মাবুদ বলেন, পেশাদার সাংবাদিকদের এই সংগঠনটি বাঘাইছড়ির সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে স্থানীয় সাংবাদিক মহল।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন